Maha Sports SUST Champions League ’12

November 14, 2012

শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘মাহা স্পোর্টস সাস্ট চ্যাম্পিয়ন্স লীগ ২০১২ শুরু হয়েছে। এ ট্যুরনামেন্টের স্পন্সর হিসেবে আছে MAHA Group এবং Co-Sponsor হিসেবে আমাদের সাথে আছে QUBEE. আজ, বুধবার দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে পায়রা উড়িয়ে ফুটবল লীগের উদ্বোধন করেন সিলেট জেলা ফুটবল ফেডারেশনের সভাপতি মাহিউদ্দিন সেলিম।আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রফেসর ড. মুহম্মদ জাফর ইকবাল। এসময় তিনি বলেন, এ ধরনের লীগ শুধু প্রতিযোগিতাই নয়, এখান থেকে ভাল মানের খেলোয়াড় বের হবে বলে আমি আশা করি । পরে প্রফেসর ড. মুহম্মদ জাফর ইকবাল খেলোয়াড়দের সাথে পরিচিত হন। তিনি বলেন, খেলায় জয়-পরাজয়-ই মুখ্য নয়। আনন্দ পাওয়াটাই খেলার সফলতা। এসময় উপস্থিত ছিলেন, শাবি রেজিষ্ট্রার মো: ইশফাকুল হোসেন, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রধান ড. ইয়াসমিন হক, প্রক্টর হিমাদ্রি শেখর রায়, সহকারী প্রক্টর ড. দীপেন দেবনাথ, নিলয় চন্দ্র সরকার, শারীরিক শিক্ষা বিভাগের প্রধান সউদ বিন আমবিয়া প্রমুখ।
উদ্বোধনী খেলায় আরএফসি কে ৪-০ গোলে এভারগ্রীন পরাজিত করে। এভারগ্রিনের পক্ষে রকি দুই এবং মুরাদ ও দেবাশীষ একটি করে গোল করেন। অপর খেলায় চেতনা’৭১ ও রেস’৭১ গোল শূন্য ড্র করে। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন কেএম জুলকার নাইন রাদ, ওয়াসিম আকরাম রোকন, আপেল মাহমুদ এবং জলিল উদ্দিন। খেলায় মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে অনলাইন সংবাদ মাধ্যম বাংলাটাইমস টুয়েন্টিফোর ডটকম, দৈনিক যুগান্তর, বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকম এবং দৈনিক উত্তরপূর্ব।